ফিরনিতে তেলাপোকা মেয়াদোত্তীর্ণ রসমালাই

কুটুম্ববাড়ীসহ ৬ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর খুলশী, পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে নকল চেরি, তেলাপোকাযুক্ত ফিরনি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্‌, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযান প্রসঙ্গে হাসানুজ্জামান জানান, পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ের মক্কা ফুডকে কোমল পানীয়ের পাত্রে মূল্য ঘষামাজা করে ৩৫ টাকার পণ্য ৬৫ টাকায় বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাইয়ের মেয়াদ তুলে বিক্রি করার দায়ে ২০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া তেলাপোকা, ময়লা-আবর্জনাপূর্ণ স্থানে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, কিচেনে খোলা ডাস্টবিন রাখা, রং দেয়া করমচাকে চেরি হিসেবে ব্যবহার করে ফিরনি বিক্রির দায়ে অলংকার মোড়ের কুটুম্ববাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে খুলশী থানার টেকনিক্যাল মোড়ের ফাতেমা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ৪ হাজার টাকা, গ্রিন বেকারিকে পণ্যের প্যাকেটে উৎপাদন, মেয়াদ, মূল্য উল্লেখ না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ১৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া আকবরশাহ্‌ থানার আকবরশাহ্‌ মাজার রোডের মালেক হোটেলকে হাইড্রোজ ব্যবহার করে জিলিপি তৈরি করায় ৬ হাজার টাকা এবং মিয়াজী স্টোরকে মেয়াদোত্তীর্ণ দই ও রসমালাই রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে প্রায় ১০০ রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজর্জিয়ায় দুই দশক পর ডেমোক্র্যাট প্রার্থীর জয়