ফিরছে তামিম

কাজী নাজরিন | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর আহবানে

ফিরছে তামিম ভক্তের মাঝে

তামিম ইকবাল ছাড়া কি ভাই?

ক্রিকেট খেলার মঞ্চ সাজে?

প্রধানমন্ত্রী ডাকলো তাকে

সাথে মাশরাফি আর পাপন

ফিরবে তামিম খেলার মাঠে

ভক্তকুলে খুশির নাচন।

ক্রিকেট প্রেমী তামিম ভক্ত

ভাসছে খুশির আনন্দে

দেড় মাস পর বিশ্রাম শেষে

খেলবে তামিম সানন্দে।

পূর্ববর্তী নিবন্ধবাদল দিনে
পরবর্তী নিবন্ধমরণ ব্যাধি ডেঙ্গু