ফিরছেন সাকিব, আজ জয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশ। দুই দলই কিন্তু তাদের প্রথম ম্যাচে অপর দল পাকিস্তানের কাছে হেরে গেছে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততে হবে টাইগারদের। এছাড়া এমন ম্যাচে নিজেদের পারফরমেন্স আরো এগিয়ে নিতে হবে তাদের। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মাঠে ফিরছেন তিনি। সবার আশা সাকিবের ফিরে আসাটা উজ্জীবিত করবে বাংলাদেশকে।
এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। পরিসংখ্যানে দেখা যায় এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাত টি-টোয়েন্টির সবগুলোই হেরেছে টাইগাররা। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। তার আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। বছর শুরুর ঐ জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জয় খরা কাটাতে অনুপ্রাণিত করতে পারে তাদের। সব মিলিয়ে ১৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের মতো নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে হেরেছে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মাঠে নামবে কিউইরাও। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ ম্যাচটি শুরু হবে। টি স্পোর্টস চ্যানেল ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না : কাদের
পরবর্তী নিবন্ধকোনো দলের হয়ে কাজ করা যাবে না