ফিরছেন কাদের

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

ভারতের চেন্নাই থেকে দেশে ফিরছেন ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের। রোববার (২০ ডিসেম্বর) দুপুরের একটি ফ্লাইটে দেশে পথে রওনা দিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
বিমানবন্দরে নামার পর জরুরি ভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হবে তাকে। ঢাকার হাসপাতালের চিকিৎসক ও চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকদের যৌথ তত্ত্বাবধানে শুরু হবে গুণী অভিনেতা কাদেরের ক্যানসার নিরাময় প্রক্রিয়া। কাদেরের অপেক্ষায় এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। অভিনেতা আবদুল কাদের ও তার পরিবার বিমানবন্দরে পৌঁছালে, সেখান থেকে তাদের সরাসরি নেওয়া হবে হাসপাতালে। তবে কাদেরকে কেমো দেওয়া হবে না বলে জানিয়েছে তার পরিবার। দুপুরে চেন্নাই বিমানবন্দর থেকে তার পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, কদিন ধরে তার শ্বশুর শারীরিকভাবে বেশ দুর্বল। খুব একটা কথা বলছেন না কারও সঙ্গেই। তিনি বলেন, ‘বাবাকে কেমো দেওয়ার মতো অবস্থা নেই। তাই চিকিৎসকেরা তাকে দেশে নিয়ে যেতে বলেছেন। তারা প্রেশক্রিপশন দিয়েছে। দুই দেশের ডাক্তারদের পরামর্শ অনুসারে বাবার চিকিৎসা চলবে। সবাই বাবার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম প্লেব্যাক!
পরবর্তী নিবন্ধভয়েস ও ভিডিও কলিং এবার ডেস্কটপ হোয়াটসঅ্যাপেও