ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

গেলো সেপ্টেম্বরে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। এক মাস পর প্রকাশিত অক্টোবরের র‌্যাঙ্কিংয়ে লালসবুজের প্রতিনিধিরা এক ধাপ এগিয়ে ১৮৫ নম্বরে অবস্থান করছে। যদিও এই মাসে তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয় আরেকটিতে হারে জামাল ভূঁইয়ার দল। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়েও। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬তে নেমে যায়। বাংলাদেশের মতো সেপ্টেম্বরে দুই ধাপ পেছায় ভুটানও। বাংলাদেশ অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলেনি। এই উইন্ডোতে না খেলেও একধাপ এগিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধপুনে টেস্টের প্রথম দিনে সুন্দরের ৭ উইকেট
পরবর্তী নিবন্ধতিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিলো বিসিবি