‘ফিফা উরুগুয়ের বিপক্ষে থাকে’

| রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ শেষ হওয়ার পর লম্বা সময় চোখে জল নিয়ে এক জায়গাতেই বসেছিলেন স্ট্রাইকার সুয়ারেজ। উরুগুয়ে দলের অনেকে যখন রেফারির দিকে উত্তেজিত ভঙ্গিতে ছুটে গেলেন তখনও তিনি নড়েননি। সেই সময়ে না হলেও পরে সব ক্ষোভ উগড়ে দিলেন সুয়ারেস। কাঠগড়ায় তুললেন ফিফাকে।

ঘানার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে একটা পর্যায়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল উরুগুয়ের। কিন্তু শেষ পর্যন্ত কম গোল করার কারণে বাদ পরে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

সুয়ারেস মনে করেন, বিশ্বকাপে অনেক সিদ্ধান্ত তাদের বিপক্ষে না গেলে চিত্রটা অন্যরকম হতে পারত। সুয়ারেস মনে করেন, দুটি পেনাল্টি তাদের প্রাপ্য ছিল এবং ফিফা কখনই তাদের পক্ষে সিদ্ধান্ত দেয় না। ‘দারউইনের (নুনেস) পেনাল্টি খুবই স্পষ্ট ছিল।

এদিকেও (কাভানি) ফাউল করা হয়েছিল। মনে হচ্ছে উরুগুয়ের আরও ক্ষমতা থাকতে হবে। ফিফা সবসময় উরুগুয়ের বিপক্ষে থাকে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে আজ
পরবর্তী নিবন্ধঘানার দায়িত্ব ছেড়ে দিলেন কোচ আডো