জাপানকে উড়িয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। কোস্টা রিকার সান হোসের স্তাদিও নাসিওনালে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে জিতেছে স্পেন। এদিন ফাইনালের জন্যই যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন সালমা পারাউয়েলো। পাঁচ মিনিটের মধ্যে তিনি জোড়া গোল করলেন। আর তাতে করে ফাইনালটা নিজেদের করে নিতে বেগ পেতে হয়নি স্পেনকে। চার বছর আগে ফ্রান্সে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে এই জাপানের কাছে একই স্কোরলাইনে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল স্পেনের। সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তারা। ম্যাচের দ্বাদশ মিনিটেই স্পেনকে এগিয়ে নেন ইনমা গাবারো। এরপর ২২ থেকে ২৭ মিনিটের মধ্যে দুইবার জাপানের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন সালমা পারাউয়েলো। দ্বিতীয়ার্ধের শুরুতে জাপান একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত নাটকীয় কিছু করে দেখাতে পারেনি তারা। এই হারে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে জাপানের ৯ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল। সবশেষ তারা হেরেছিল ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বে এই স্পেনের বিপক্ষেই, ১-০ গোলে। ফাইনালসহ টানা সাত ম্যাচে জালের দেখা পান স্পেনের গাবারো। গ্রুপ পর্বে একটি হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনিই। ১২ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের এক আসরে সাত এর বেশি গোল করলেন। আর পারাউয়েলো স্রেফ দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে একাধিক গোল করলেন। ২০০৬ সালের ফাইনালে চীনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে ১৩ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন উত্তর কোরিয়ার কিম সংগহুই।










