ফিনলে প্রপার্টিজ লিমিটেড উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে মূল শহরের সংযোগস্থাপনকারী বহদ্দারহাট মোড়ে নির্মাণ করছে আগামীর পরিপূর্ণ জীবনধারা ফিনলে সাউথ সিটি। ৪৩ কাঠা জায়গার উপর নির্মাণাধীন দুটি বেজমেন্টসহ ১৯ তলার এ বৃহৎ স্থাপনায় একইসঙ্গে আবাসন ও বাণিজ্যিক সুবিধা সন্নিবেশন করা হয়েছে। ফিনলে প্রপার্টিজ লিমিটেড সমসাময়িক এবং বৈশ্বিক জীবনযাত্রা স্থানীয় পরিসরে বড় এবং ব্যাপক মাত্রায় আধুনিকতার পরশে ছড়িয়ে দিতে চায়। ফিনলে সাউথ সিটি এ রকম প্রয়াসের একটি। ফিনলে সাউথ সিটি শপিং মল হস্তান্তর এবং এর গ্র্যান্ড ওপেনিংকে সামনে রেখে গতকাল থেকে প্রকল্প প্রাঙ্গণে শুরু হল চারদিন ব্যাপী ‘ফিনলে সাউথ সিটি স্প্রি ফেস্ট’। উক্ত স্প্রিং ফেস্ট উদ্বোধন করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম এবং ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। ফিনলে প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ল্যান্ডওনার ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, গ্রাহক আইয়ুব খান, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফিনলে প্রপার্টিজ লিমিটেড পরিবেশ সহায়ক ও গ্রাহকবান্ধব প্রকল্প নির্মাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এবং তার বাস্তবায়নে দৃঢ় ও নিবেদিত থেকেছে। সঠিক সময়ে গুণগত মান ঠিক রেখে প্রকল্প হস্তান্তরে ফিনলে প্রপার্টিজ অতুলনীয়।
ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু বলেন, এ পর্যন্ত ফিনলের হস্তান্তরকৃত প্রকল্পগুলোতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের নিকট উন্নত প্রকল্পমান ও ব্যবস্থাপনার সুনিপুণ উদাহরণ প্রতিষ্ঠা করতে পেরেছি। গ্রাহকদের উৎসাহ ও পরামর্শে ভবিষ্যৎ প্রকল্পগুলোতেও এর প্রতিফলন থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












