ফিনলে প্রপার্টিজের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

আবাসন শিল্পে গ্রাহক সেবার মান বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিনলে প্রপার্টিজ লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে সহজ শর্তে ফিনলে প্রপার্টিজের গ্রাহকদের জন্য ঋণ সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো। ফিনলে প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর মোফাখখারুল ইসলাম খসরু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব রিটেইল সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের পক্ষে হেড অফ সেলস এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ নাসের এবং ব্যাংকের পক্ষে চট্টগ্রামের এরিয়া ডিরেক্টর মোহাম্মদ ফেরদৌস হাসানসহ অন্যান্য শাখার ম্যানেজারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে করোনা ম্যানেজমেন্ট সেল ও ট্রিটমেন্ট কমিটির সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি নানা আয়োজন