ফিদে মাস্টার সাকলাইন এককভাবে শীর্ষে

বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) এর যৌথ আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় আয়োজিত বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট (চট্টগ্রাম বিভাগ) এর ৬ রাউন্ড শেষে পুর্ন ৬ পয়েন্ট ফিদে মাস্টার সাকলাইন সাজিদ একক ভাবে শীর্ষে অবস্থান করছে। তিনি ৬ষ্ঠ রাউন্ডে গোলাম মুস্তফাকে পরাজিত করে। সমান খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে দিব্য দাশ ও মঞ্জুর আলম ২য় স্থানে আছে অবস্থান করছে। উভয়ে ৬ষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয় এবং খেলাটি ড্র হয়েছে। ৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে আহমেদ ফিরোজ, দেলোয়ার হোসেন, তানভীর আলম ও তুষিন তালুকদার। ৪.৫ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে আছে গোলাম মোস্তফা, আবু মহসিন, সোহেল চৌধুরী, শিয়াম চৌধুরী, নাসির হাসান, আহমেদ মজুমদার, আহবাব সোলাইমান ও সাফায়ত আজান।

৬ষ্ঠ রাউন্ডে খেলায় দেলোয়ারনাসিরকে, ফিরোজদীপংকরকে, তানভীরসাইফকে, তুষিনইফতেখারকে, সোহলরবিউলকে, আজানমুসনাবিনকে, মালেকসুলতানকে, মাঈনুদ্দীনআসাদুজ্জামানকে, ইউছুপএনায়েতকে, শাহিনুরহুমায়নকে, জারিফজিসানকে, হাসানরত্নজয়কে, খাইরুলমজিদশাহকে, নুসরাতরতনকে পরাজিত করে। আজ বুধবার বিকাল ৩ টায় শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৬ টায় বিজয়ীদের মাঝে সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে এক লক্ষ আটত্রিশ হাজার নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টির উইকেট শিকারে সবার উপরে এখন রশিদ খান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ