ফিতনা থেকে মুসলিম সমাজকে রক্ষায় কুরআনের সঠিক ব্যাখ্যা ছড়িয়ে দিতে হবে

ফতেয়াবাদ সুন্নী কনফারেন্সে বক্তারা

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে বিপথগামী করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি গোষ্ঠী। মুসলিমের খোলসে জাতিকে বিভ্রান্ত করার জন্য কুরআনসুন্নাহর অপব্যাখ্যা করে নানা ধরনের ফিতনা ছড়িয়ে দিচ্ছে এসব ষড়যন্ত্রকারীরা। সমাজের তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলে তারা প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব ষড়যন্ত্রকারীর হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে কুরআনসুন্নাহর সঠিক ব্যাখ্যা সমাজে ছড়িয়ে দিতে হবে। সম্প্রতি ফতেয়াবাদ ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন কমিটি ও ইসলামী ছাত্রসেনা ১২ নং চিকনদণ্ডী ও ১ নং দক্ষিণ পাহাড়তলী শাখার যৌথ ব্যবস্থাপনায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে ২ দিনব্যাপী ৩৫ তম বিশাল সুন্নী কনফারেন্সের প্রথম দিবসে আলোচকরা উপরোক্ত মন্তব্য করেন। মুফতি মাওলানা রফিকুল ইসলাম নেজামীর সভাপতিত্বে ও মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ১ম দিবসে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রজভীয় ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ অছিয়র রহমান (মঃজিঃআঃ)। সম্মানিত আলোচক ছিলেন আল্লামা ওসমান গনী ছালেহী, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজবী, মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী। উদ্বোধক ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসমাইল, আলোচনায় অংশ গ্রহণ করেন মাওলানা মফজল আলম, সাবেক অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী, এস এম মোরশেদ আলম চৌধুরী, আবু লাইছ, সৈয়দ আখতার হোসাইন, মাওলানা জাফর আলম, ফরিদুল আলম, আনোয়ারুল আলম আলী ফারুক চৌধুরী, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, শওকত আলী, ইমদাদুল ইসলাম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি
পরবর্তী নিবন্ধপ্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে আবারও নেতৃত্ব দিবেন খালেদা জিয়া