ফিটনেস নেই, তিনটি গাড়িকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ফিটনেস না থাকায় তিনটি গাড়িকে ১২ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। নগরের সাগরিকা ও অলংকার মোড়ে গতকাল সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। অভিযানে কয়েকটি বাস কাউন্টার পরিদর্শন করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, দূরপাল্লার বাস কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ফিটনেসবিহীন ও ডেট ফেইল গাড়ি রাস্তায় না নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে সিজারে শিশুর জন্ম ৪৫%, বেসরকারি হাসপাতালেই ৮৪%
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ছয় দোকানদারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা