ফিটনেস না থানায় ১৩টি বাস জব্দ

ট্রাফিক উত্তর বিভাগের অভিযান ৩ চালককে পুলিশে সোপর্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

ট্রাফিক উত্তর বিভাগ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ড্রাইভিং লাইন্সেস না থাকায় ৩ বাস চালককে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এছাড়া অভিযানে ফিটনেস না থানায় ১০ নম্বর রুটের ১৩টি বাসকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদিন।

তিনি জানান, ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে নগরের ১০ নম্বর রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১০ নম্বর রুটে বেপরোয়ার গতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি বাসকে মামলা দেওয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তিন বাসচালককে ধরে পাঁচলাইশ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলামান থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাজার আশা দেখাচ্ছে দেশের পোশাক শিল্পকে
পরবর্তী নিবন্ধ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ