ফিজকে মিস করেছি : নবি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আইএল টিটোয়েন্টি ছেড়ে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে দুটি ম্যাচও খেলে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে যে ছাপ তিনি রেখে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে, সেটিই এখনও গাইছে তার জয়গান। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়ার পর দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবির কণ্ঠে যেমন ফুটে উঠল মোস্তাফিজের জন্য হাহাকার। আইএল টিটোয়েন্টির এলিমিনেটর ম্যাচে দুবাইয়ে আবু ধাবি নাইট রাইডার্সের কাছে ৫০ রানে হেরে যায় দুবাই ক্যাপিটালস। এই ক্যাপিটালসের হয়েই এবার দুর্দান্ত পারফর্ম করেন মোস্তাফিজ। এবারই প্রথম আইএল টিটোয়েন্টি খেললেন মোস্তাফিজ।

৮ ম্যাচ খেলে উইকেট শিকার করেন তিনি ১৫টি। টুর্নামেন্ট ছেড়ে চলে আসার সময় পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ছিল তারই। চলে আসার পরও দলের সফলতম পেসার তিনিই। দুবাইয়ের দ্বিতীয় সফলতম পেসার আরেক বাঁহাতি পেসার ডেভিড উইলি ১১ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। নবি তাই ভালোভাবেই অনুভব করছেন, মোস্তাফিজ দলের জন্য কতটা জরুরি ছিল। হেরে যাওয়ার পর ক্যাপিটালস অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল তা। ‘ফিজ ছিল একটু বেশি মূল্যবান ক্রিকেটার।

আমাদের জন্য ছিল উইকেট শিকারি বোলার। মিস করেছি তাকে অনেক। কারণ ডেথ ওভারে রান আটকানোর পাশাপাশি উইকেট নেওয়ার মতো বোলার সে। হ্যাঁ, তার অভাব অনুভব করেছি আমরা।’ মোস্তাফিজ এখন ব্যস্ত বিপিএলে। এরপর তিনি খেলবেন বাংলাদেশের হয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে। পরে তাকে দেখা যাবে আইপিএলে। ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে বিদায় বলে দিলেন খাওয়াজা
পরবর্তী নিবন্ধ৪০০ উইকেটের মাইলফলকে মোস্তাফিজ