ফিক্সড ব্রডব্যান্ড মোবাইল কোম্পানির হাতে দেবেন না

প্রতিবাদ, হুঁশিয়ারি ইন্টারনেট ব্যবসায়ীদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা মোবাইল কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য বিটিআরসির পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর এস রহমান হলে সংবাদ সম্মেলন করা হয়। এতে চট্টগ্রামের থানাভিত্তিক লাইসেন্সধারী প্রান্তিক ইন্টারনেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো ফিক্সড ব্রডব্যান্ড লাইসেন্স শুধুমাত্র দেশীয় আইএসপিগুলোর জন্য সংরক্ষিত রাখা, মোবাইল অপারেটরদের শুধুমাত্র তাদের নির্ধারিত সার্ভিস লাইসেন্সের আওতায় কাজ করতে বাধ্য করা এবং বর্তমান আইএসপি লাইসেন্সিং নীতি অপরিবর্তিত রাখা ও কোনো নতুন ফি বা কাঠামো পরিবর্তন না করা।

মোবাইল অপারেটরদের হাতে ‘ফিক্সড ব্রডব্যান্ড’ গেলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ার করে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, বিটিআরসি একটি ড্রাফট প্রকাশ করেছে। সেখানে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিদ্যমান ২ হাজার ২০০ আইএসপি লাইসেন্স থেকে কমানোর কথা বলা হয়েছে। এই ড্রাফট নিয়ে আমরা শঙ্কিত। মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড দেওয়া হলে আর আমাদের লাইসেন্স বাতিল হলে আমাদের ব্যবসা থাকবে না। আমাদের ব্যবসা নেই মানে আমাদের পরিবার ধ্বংসের মুখে, ভবিষ্যৎ অনিশ্চিত। এ অবস্থায় রাস্তায় নামা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না।

এর আগে মানববন্ধনে তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো ফরেন ইনভেস্টমেন্ট এনে এদেশ থেকে লাখ লাখ ডলার নিয়ে যাচ্ছে। আমরা লোকাল ২ হাজার ২০০ আইএসপি সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছি গত ২৫ বছর ধরে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। আজ মোবাইল কোম্পানিগুলো আমাদের ব্রডব্যান্ডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিটিআরসির প্রতি আমাদের আহ্বান, আপনারা সংস্কার করুন, আপনাদের সংস্কারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু মোবাইল কোম্পানিগুলোর হাতে ফিক্সড ব্রডব্যান্ড দেবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব ফারহান ফুয়াদ, সদস্য ওমর ফারুক মুন্না ও রিদওয়ানুল কবির, ওমর ফারুক মুন্না, রিভোলেশন ইন্টারনেটের প্রোভাইডার রিটন বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদ তাড়িয়েছি মুসিবত ডেকে আনার জন্য নয় : হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে উদ্বোধনের ৪ বছরেও অচল ট্রমা সেন্টার