নারায়ণগঞ্জের চালকের অসুস্থতার কারণে একটি দুর্ঘটনার পর সংস্থার সব গাড়িচালকের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজের। গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দুর্ঘটনায় ওই গাড়ির চালকসহ তিনজনের মৃত্যু হয়। পরে রাতে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলসে অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৪৮) পানিবাহী গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের নির্দেশে সংস্থার সব গাড়িচালকের স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।












