ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের দ্বিতীয় জয়

এনসিএল টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

এনসিএল টিটোয়েন্টি ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ১০ উইকেটে খুব সহজেই হারিয়ে দেয় ঢাকাকে। তিন ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচে ঢাকার পরাজয় দুটি। কুয়াশাভেজা সকালে ঢাকার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন পেসার ফাহাদ হোসেন। এই বাঁহাতি পেসারের বোলিংয়ের জবাব খুঁজে পাননি ঢাকার সাইফ হাসান, মাহিদুল ইসলামরা। ছোট লক্ষ্যে অনায়াস জয় পেয়ে যায় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে ঢাকা ১৬.৪ ওভারে ৬৪ রানে অল আউট হয়ে যায়। জবাবে চট্টগ্রাম বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। কোনো উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতেই জিতে যায় চট্টগ্রাম। প্রথম ব্যাট করা ঢাকা ফাহাদের তোপে পড়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায়। নতুন বলে টানা ৪ ওভারের স্পেলে একটি মেডেনসহ মাত্র ১১ রানে ৪ উইকেট নেন ফাহাদ। স্বাভাবিকভাবেই বাঁহাতি পেসারের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে আশিকুর রহমানকে এলবিডব্লিউ করেন ফাহাদ। পরের ওভারে তার শিকার আরিফুল ইসলাম ও মাহিদুল ইসলাম। নিজের তৃতীয় ওভারে ঢাকা অধিনায়ক সাইফ হাসানকেও ফেরান ফাহাদ। শুরুর ধাক্কা সামলাতে পারেনি ঢাকা। একপ্রান্ত ধরে রেখে ৪৩ বলে ৩০ রান করেন তাইবুর রহমান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। দলের আশিকুর ৪, সাইফ ৩, আরিফুল ৪, শুভাগত ৫, সুমন ২ এবং নাজমুল ৫ রান করে ফিরে যান। মাহিদুল, আরাফাত, এনামুল এবং ইকবাল কোন রান করতে পারেননি। চট্টগ্রামের ফাহাদের ৪ ওভার বল করে ১ মেডেনে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

ফাহাদ ছাড়াও ২টি করে উইকেট নেন ইফরান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয়। ইফরান ১৩,শরিফ ১৬ এবং জয় মাত্র ৮ রান দিয়ে ঐ উইকেটগুলো দখল করেন। নাঈম ৪ ওভার বল করে ১১ রান দিয়ে কোন উইকেট পাননি। পরে রান তাড়ায় চট্টগ্রামের হয়ে ওপেনার জয় ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ৪টি চারে ২৯ বলে খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস।

পূর্ববর্তী নিবন্ধইমাদের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন আমির
পরবর্তী নিবন্ধবিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট