ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ভিন ডিজেলের ছেলে

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির নবম কিস্তি মুক্তি পাবে ২৫ জুন। এই ছবিতে ভিন ডিজেলের চরিত্র ডমেনিক টোরেটোর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তার ছেলে ভিনসেন্ট সিনক্লেয়ার। আর এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন ডিজেলের ছেলে। ভ্যারাইটি ডটকম জানায়, সিনক্লেয়ার যে দৃশ্যে অভিনয় করেছেন সেটা ধারণ করা হয়েছিল ২০১৯ সালে। খবর বিডিনিউজের।
এর আগে ২০১৫ সালের ‘ফিউরিয়াস সেভেন’ ছবিতে ডিজেলের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অ্যালেঙ ম্যাকগি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ বা ‘এফ নাইন’ ছবির শুটিং ইংল্যান্ডে শুরু হয়েছিল ২০১৯ সালের জুন মাসে। ছবির কাজ সেই বছর নভেম্বর মাসে শেষ হয়।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে ইউনিভার্সাল পিকচার্স ছবি মুক্তির তারিখ দুবার পিছিয়ে এই বছর ২৫ জুন নির্ধারণ করে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্বগুলোর পরিচালক জাস্টি লিন পরিচালনা করেছেন নবম কিস্তি। ২০১৭ সালে মুক্তি পাওয়া অষ্টম পর্ব ‘দি ফেইট অফ দি ফিউরিয়াস’ ছবির পর থেকে শুরু হবে নবম পর্বের কাহিনি। এই ছবিতে ডমেনিক টোরেটোর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মার্কিন কুস্তিগীর জন সিনা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে ‘সমসাময়িক’
পরবর্তী নিবন্ধকরোনা আক্রান্ত আমির খান