ফালকাওয়ের ফেভারিট ব্রাজিল,আর্জেন্টিনা-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন ব্রাজিলের ইতিহাসে সেরা ও সবচেয়ে দুর্ভাগা দলের মিডফিল্ডার পাওলো রবের্তো ফালকাও। ৬৯ বছর বয়সী এই সাবেক ফুটবলারের ভোট স্বাভাবিকভাবে নিজের দেশ ব্রাজিলের বাঙে। আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকেও শক্তিশালী দল মনে করেন তিনি।

বিশ্বকাপের রেকর্ড পাঁচ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছিল ২০০২ সালে। ষষ্ঠ ট্রফি জয়ের দুর্নিবার আকাঙ্খা নিয়ে বিশ্বকাপে এবারের অভিযানে নামবে তিতের দল। আগামী ২০ নভেম্বর শুরু হবে আসর। দুর্দান্ত পারফরম্যান্সের পসরা মেলে অপরাজিত থেকে এবারের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পার হয় ব্রাজিল।

আক্রমণভাগ, মাঝমাঠ, রক্ষণ, পোস্ট-সব জায়গায় নেইমার-আলিসনের মতো তারকা থাকায় ফালকাও আশাবাদী তিতের ব্রাজিলকে নিয়ে।

‘যে মানের খেলোয়াড় তাদের আছে, তাতে ব্রাজিলের ফেভারিটদের মধ্যে থাকা উচিত। আসলেই তাদের হাতে ভালো বিকল্প আছে, গতিময় খেলোয়াড় আছে, তিতে যা চায়, তা করার মতো ফরোয়ার্ড আছে। মাঠে সব পজিশনে সব ধরনের খেলোয়াড় আছে কোচের হাতে। ব্রাজিলের দুজন মানসম্পন্ন সেন্টার-হাফও (মার্কিনিয়োস ও চিয়াগো সিলভা) আছে, যারা বল ক্লিয়ার করতে পারে। এ দুজন এতটা মানসম্পন্ন যে তারা মাঝমাঠেও খেলতে পারে। ব্রাজিলের প্রতি আসলেই আমার বিশ্বাস আছে।’

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির শঙ্কায় বাংলাদেশের ম্যাচ
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান লড়াই