ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখার এটিএম বুথ উদ্বোধন

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ পটিয়া মহিলা শাখার অধীনে এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ২য় কর্মকর্তা মুহাম্মদ আমির হোসাইন, পটিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ উল্লাহ, পটিয়া মহিলা শাখার ম্যানেজার মুক্তি চৌধুরীসহ আঞ্চলিক কার্যালয়, শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ভবন মালিক হামিদুর রহমান, বিভিন্ন গ্রাহক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনসাধারণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮নং শুলকবহর ওয়ার্ডের আদর্শ পাড়ায় বাণী অর্চণা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুজনের