ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিবিরহাট শাখা উদ্বোধন

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

শরীয়াহ্‌ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফটিকছড়ি পৌরসভার হক মার্কেটে গত ১৪ নভেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বিবিরহাট শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন শাখা উদ্বোধন করেন।
এ সময় ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসাইনসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, বিবিরহাট শাখার ব্যবস্থাপক আরিফুল হক চৌধুরী, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এবং সেক্রেটারী যথাক্রমে এস এম সোলাইমান, মোহাম্মদ বেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দোয়া মাহ্‌ফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় যুবকের পাঁচ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু