ফার্মেসিতে সার্টিফিকেট সত্যায়ন

ফি দেড়শ’ থেকে আড়াইশ’ টাকা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ৬:১৪ অপরাহ্ণ

সনদপত্রের সত্যায়ন ফি দেড়শ’ থেকে আড়াইশ’ টাকা। এই নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করলেই যেকোনো সাটিফিকেট সত্যায়িত করা যায়।
সত্যায়িত করার এই কারখানা হাটহাজারীর কাটিরহাট বাজারের একটি ফার্মেসি।
এই ফার্মেসিতে যেকোনো সাটিফিকেট নিয়ে গেলেই ডাক্তারের সিল-স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে দেওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
ইউএনও গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ অবহিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করতে এই ফার্মেসিতে দুইজনকে পাঠিয়ে তার প্রমাণ পেয়েছেন।
পরবর্তীতে এই ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের কিছু অসাধু কর্মচারী জড়িত থাকায় তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে ধলই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করেন।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “আমি গোপন সংবাদের ভিত্তিতে কাটিরহাট বাজারের একটি ফার্মেসিতে যেকোনো সাটিফিকেট দেড়শ’ থেকে আড়াইশ’ টাকা দিলে সত্যায়িত করে দেয়া হয় এমন সংবাদের ভিত্তিতে দুইজন ব্যাক্তিকে সাটিফিকেট সত্যায়িত করার জন্য এই ফার্মেসিতে পাঠাই। টাকা দিয়ে এই দুই ব্যক্তি সাটিফিকেট সত্যায়িত করে আনেন। এই দুই ব্যক্তি ঘটনার বিস্তারিত অবহিত হয়ে আসেন। এই ঘটনার সাথে স্থানীয় ইউপি’র কিছু অসাধু কর্মচারী জাড়িত।”
পরে তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করেছেন বলে উল্লেখ করেন।
প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে পনের মিনিটের মধ্যে সত্যায়িত করে দেওয়ার রেওয়াজ চালু রয়েছে কোনো টাকা ছাড়াই বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধছয় দিনের রিমান্ডে হেফাজত নেতা মুনির
পরবর্তী নিবন্ধকরোনায় মৃত্যু ৮৫