ফার্মের দুই কর্মচারীসহ তিনজনকে হাত-পা বেঁধে ১৪টি গরু চুরি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরে একটি ডেইরি ফার্ম থেকে ৯টি গাভীসহ ১৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে পতেঙ্গা থানার মাদ্রাসা গেট ভিআইপি রোড ‘জুলেখা ডেয়রী ফার্ম’ এ ঘটনা ঘটে। ফার্মটির মালিক মো. ফয়েজ আহম্মদ চৌধুরী গতকাল রোববার পতেঙ্গা থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।

ডাকাতি করে নিয়ে যাওয়া গরুর মধ্যে ৯টি সাদা কালো রংয়ের ফ্রিজিয়ান জাতের গাভী, চারটি কালোসাদা রংয়ের ও একটি লাল রঙের বাছুর রয়েছে। এসব গরুর মূল্য ৩০ লাখ টাকা। ডাকাতদল ফার্মটির দুই কর্মচারীসহ ৩ জনের মোবাইল এবং ফার্মের সিসি ক্যামেরা ডিভিআর নিয়ে গেছে। যার মূল্য ৪৭ হাজার ৩৫০ টাকা। এদিকে পতেঙ্গা থানার পুলিশ জানায়, ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে তাদের টিম মাঠে কাজ করছে।

ফার্মটির মালিক মো. ফয়েজ আহম্মদ চৌধুরী মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ৪টায় তিনি ফার্মের দুই কর্মচারীকে কল দিলে তাদের মোবাইলে বন্ধ পান। এতে সন্দেহ হওয়ায় সেকান্দর নামে একজনকে খামারে খোঁজ নিতে পাঠান। কিছুক্ষণ পর তার মোবাইলও বন্ধ পান। পরে সাড়ে ৪টার দিকে তিনি নিজেই ফার্মে আসার সময় কমিশনার ঘাটা চার রাস্তার মোড়ে অজ্ঞাত নম্বরের দুটি পিকআপে করে গরু ও গরুর বাছুর নিয়ে সীবিচের রাস্তার দিকে যেতে দেখতে পান। ফয়েজ আহম্মদ বলেন, পরে ফার্মে এসে কর্মচারী মো. শরীফ (১৮), আবদুল আল মাহমুদ ও সেকান্দরের হাত পা রশি দিয়ে ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। পরে বাঁধন খুলে দিলে তারা জানায়, অজ্ঞাতনামা ২০ থেকে ৪৫ বছর বয়সী ১০ থেকে ১২ জন ডাকাত ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও কিরিচ নিয়ে ফার্মে প্রবেশ করে তাদের হাতপা বেঁধে গরু নিয়ে যায়।

কর্মচারীর বরাত দিয়ে মো. ফয়েজ আহম্মদ চৌধুরী জানান, ডাকাতদের মধ্যে দুইজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তারা একে অপরকে মেম্বার ও একজনকে বস বলে সম্বোধন করে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে আইসিইউর সক্ষমতা
পরবর্তী নিবন্ধজেলের বড়শিতে ২৫ কেজির কোরাল