বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আর দায়িত্ব নিয়েই তিনি তার কর্মপরিকল্পনা ঘোষনা করেছেন। এদিকে গতকাল ফারুক আহমেদকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট উইং এর প্রধান হাবিবুল বাশার। তিনি বলেন সময় পেলে ও সবার সহযোগিতা পেলে নতুন বিসিবি সভাপতি অনেক কিছু ঠিক করতে পারবেন । তবে ফারুক ভাই জাদুর ছড়ি নিয়ে আসেননি। তাই উনাকে সময় দিতে হবে। ফারুক ভাই আমাদের নতুন সভাপতি। উনার সঙ্গে আমি কাজ করেছি। গত তিন যুগে ফারুক আহমেদকে নানা ভূমিকায় দেখেছেন তিনি। এখন নতুন পরিচয়ে অভ্যস্ত হওয়ার পালা। হাবিবুলের হাসিতেই ফুটে উঠল তা। দীর্ঘদিনের জানাশোনা থেকে ফারুকের ওপর তার আস্থা ও আশা অনেক। তবে এটুকুও তিনি মনে করিয়ে দিলেন। নতুন বিসিবি সভাপতি রাতারাতি কিছু করতে পারবেন না। তাকে যথেষ্ট সময় ও সহযোগিতা দিতে হবে। একসময় দুজন ছিলেন সতীর্থ। জাতীয় দলে ও ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেছেন। পরে নির্বাচক কমিটিতেও একসঙ্গে কাজ করেছেন সাবেক এই দুই অধিনায়ক। তখন ফারুক ছিলেন নির্বাচক কমিটির প্রধান। এখন তিনি গোটা বিসিবিরই প্রধান। তার বোর্ডেই নারী বিভাগের প্রধান হাবিবুল। নিজের দায়িত্বের খাতিরেই গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাবিবুল। ত্রয়োদশ নারী জাতীয় ক্রিকেট লিগের নানা দিক তুলে ধরলেন তিনি। তবে দেশের ক্রিকেটের এখনকার সবচেয়ে আলোচিত অধ্যায় নিয়ে প্রশ্নতো অবধারিতই ছিল। হাবিবুল বললেন, ফারুক বোর্ড সভাপতি হওয়ায় তাদের সবার কাজই সহজ হয়ে উঠবে আরও। ফারুক ভাইয়ের একটা বড় সুবিধা হবে, উনি ভেতর–বাহির জানেন। উনি ক্রিকেট খেলেছেন, নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডে কাজ করেছেন। পরেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছেন। উনি তাই ভেতর–বাহিরের সবকিছু জানেন। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি জানেন আমাদের কাজের পরিধি কেমন ও কে কীভাবে কাজ করতে চায়। উনি পরিষ্কার করে দিয়েছেন, যে যার কাজ যেটা তার সেটাই করা উচিত। এটা আমাদের সবার জন্যই স্বস্তির। তবে ফারুক দায়িত্ব নিয়েই সব বদলে ফেলবেন, এই আশা করছেন না হাবিবুল। পরিবর্তন আনা ও পার্থক্য গড়ার জন্য নতুন সভাপতিকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ করলেন তিনি। আমাদের কিন্তু উনাকে একটু সময় দেওয়া উচিত। ফারুক ভাই নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসা মাত্রই সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা বললাম উনি জানেন সবকিছু। যেহেতু তিনি আগে কাজ করেছেন। আমরা কে কোথায় কাজ করতে পারি, এসব তিনি বেশ ভালোভাবেই জানেন। আমরা যদি তাকে একটু সময় দেই, একটু সহায়তা করি, তাহলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে।