ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদ করতে এসে আটকের পর ছয় জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে তাদের আটকের পর সন্ধ্যায় হেফাজতে ইসলামের নেতাদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমর্থক ও কর্মীরা প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়েছে খবর পেয়ে সেখান থেকে ছয় জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। যাচাই বাছাই করে দেখা গেছে তাদের সাথে হিযবুতের সম্পর্ক নেই। তারা হেফাজত ইসলামের কর্মী। হেফাজত ইসলামের নেতারাও থানায় এসে সেটা নিশ্চিত করেছেন। তাই নেতাদের জিম্মায় আটক ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সোমবার বিকালে ‘তৌহিদী ছাত্র জনতার’ ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিকাল চারটার দিকে প্রেস ক্লাবে ১০/১২ জন যুবক জড়ো হওয়ার সাথে সাথে পুলিশ তাদের ধাওয়া করে। সেখান থেকে ছয় জনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।
ছাত্র–জনতার তুমুল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ অগাস্ট গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ে রোববার।
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে সমপ্রসারণ করে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। রোববার নতুন করে ব্যবসায়ী বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়। এ তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা এখন ২৪ জন।