দুজনে একসঙ্গে অনেক কাজই করেছেন ছোট পর্দায়। বড় পর্দাতে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম সিনেমার নায়িকা ছিলেন অপি করিম। ‘ব্যাচেলর’ সিনেমায় অপির অভিনয় আজও মুগ্ধতা ছড়ায়। এরপর আর তাদের বড় ক্যানভাসের শিল্পে এক হয়ে রঙ ছড়াতে দেখা যায়নি। শোনা যাচ্ছে, তারা আবারও এক হচ্ছেন। ফারুকী সমপ্রতি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেখানে নায়িকা চরিত্রে অপি করিম অভিনয় করবেন। গেল কয়েকদিন ধরেই এ গুঞ্জন উড়ে বেড়াচ্ছে শোবিজে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন।
‘টেলিভিশন’খ্যাত এ নির্মাতা বলেন, এখনই এসব নিয়ে কথা বলতে চাই না। যা শুনছেন তা হতেও পারে, নাও পারে। যা কিছু নিশ্চিত সময় বোঝে আমিই সব জানাবো। প্রসঙ্গত, সমপ্রতি মোস্তফা সরয়ার ফারুকী নিজেই সোশ্যাল হ্যান্ডেলে তার ওয়েব সিরিজটির ব্যাপারে জানান। সেখানে তিনি বলেন, অনেকবার পিছিয়ে গিয়েও ওয়েব সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাম ও বিষয় স্পষ্ট না করলেও অনুমান করা যায়, সিরিজটির নাম হবে ‘নতুন প্রেমের তরী’। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি ওয়েব সিরিজ সম্পর্কে বিস্তারিত জানিয়ে লিখেছেন, পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েক বছর ধরেই অনুভব করছিলাম এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনও দ্বিধাও ছিল না! একসময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ আসলো! এখন সারা দুনিয়াজুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছেন বা কাজ করছেন! আমিও গত কয় বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম! তারপরও বেশ কয়েকটা বছর লেগে গেলো! লম্বা ডিলিড্যালি শেষে অবশেষে ওয়েবের জন্য আমার প্রথম কাজটা করতে যাচ্ছি! আরও যোগ করেন, ‘গত ৩ বছর ধরে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই মিটিং হচ্ছিলো! কয়েকটা মিটিংয়ের পর গল্প লক করে ফেলেছিলাম, এরকমও হয়েছে বহুবার! তারপর কয়দিন পরে মনে হয়েছে, না- এই গল্পটা করতে চাই না! অন্য কিছু করতে চাই! বলেই আবার পিছুটান! এভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো। মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারও প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি! তিনি আরও লিখেছেন, গল্পের নাম, অভিনেতা-অভিনেত্রী, টেকনিক্যাল টিম, কোন প্ল্যাটফর্মের জন্য করছি, এই সবই আমরা সময় মতো জানাবো! শুধু এইটুকু বলতে পারি, গত প্রায় ৩ মাস ধরে আমরা, আমরা মানে আমাদের কাস্ট এন্ড ক্রু টিম মনপ্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য! কাজটা আপনাদের মনে ধরলেই আমাদের এই পরিশ্রম কাজে আসবে!’