ফারুকিতে বারবার হোঁচট তামিমের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আফগান পেসার ফজলহক ফারুকির কাছে বার বার হার মানতে হচ্ছে তামিমকে। আফগানিস্তানের বিপক্ষে খেলা মানেই যেন ফারুকির তামিমশিকার। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সেই একই কান্ড ঘটলো। সিরিজের প্রথম ওয়ানডেতে ফারুকির কাছেই পরাস্ত হয়েছেন টাইগারদের ওয়ানডে দলপতি। শতভাগ ফিট না হওয়া সত্ত্বেও মাঠে নামা তামিম ফিরেছেনও দ্রুতই। ইনিংসের সপ্তম ওভারে ফারুকির করা পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে পাঠাতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় উইকেটরক্ষক রহমনুল্লাহ গুরবাজের গ্লাভসে। ২১ বলে ১৩ রান করেই তামিমকে ফিরতে হয় সাজঘরে। এবারই প্রথম নয়, গত বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজে চট্টগ্রামে এ মাঠেই তামিম ইকবালকে টানা তিন বার সাজঘরে ফিরিয়েছেন ফারুকি। ওই সিরিজে প্রথম ম্যাচে তামিম করেছিলেন মাত্র ৮ রান। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফারুকির বলে লেগ বিফোরের শিকার হয়েছিলেন তিনি। পরের ম্যাচে নিজের ঝুলিতে মাত্র ১২ রান যোগ করতেই ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে একই বোলারের কাছে ধরাশায়ী হন বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়া তৃতীয় ম্যাচেও একাদশ ওভারের প্রথম বলে ফারুকির বলে বোল্ড হন তামিম। ওই ম্যাচে তামিম রান করেন মাত্র ১১। সেই সিরিজে ফারুকির ৩৩টি বল খেলে মাত্র ১৪ রান করতে পেরেছিলেন তামিম, ডট দিয়েছিলেন ২৭টি। ওই সিরিজ শেষ করার প্রায় ১ বছর ৪ মাস পর আবারও একই দলের বিপক্ষে মাঠে নেমে একই ভুল করলেন তামিম। এখন পর্যন্ত ফারুকির ৪৬টি বল খেলেছেন তামিম। রান করেছেন ২০, বাউন্ডারি মাত্র ৩টি।

পূর্ববর্তী নিবন্ধভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার
পরবর্তী নিবন্ধজীবনের জুটিতে বাঁধা পড়লেন আর্চার রোমান-দিয়া