ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে ফাযিল অনার্স পরীক্ষা– ২০২৩ এর ঘোষিত ফলাফলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ফাযিল অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষে সারা দেশব্যাপী ২য় স্থান এবং ফাযিল অনার্স ৪র্থ বর্ষে ৩য় স্থান অর্জন করেছে। এ সাফল্যে জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, গভর্নিং বডির সকল সদস্য, অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আব্দুল আলীম রেজভীসহ সকল শিক্ষক মণ্ডলী শুকরিয়া আদায় করেন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলিম ১ম বর্ষে নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান : এদিকে আলিম ১ম বর্ষ ২৫ এর নবীনবরণ ও সবক অনুষ্ঠান গতকাল বেলা ১১টায় জামেয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলীম রেজভীর সভাপতিত্বে আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে ৮৩২ জন নতুন শিক্ষার্থী প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মিশকাত শরিফের সবক গ্রহণ করে। সবক প্রদান করেন জামেয়ার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি। শিক্ষার্থীদের জামেয়ার সামগ্রিক ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক বিধি বিধান এবং সত্যিকার আলেমে দ্বীন হওয়ার জন্য অধ্যবসায়ে মনোযোগী হতে অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকগণ উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন–আরবি প্রভাষক মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, আরবি প্রভাষক হাফেজ মাওলানা আহমুদুল হক, আরবি প্রভাষক হাফেজ মাওলানা নুরুল আনোয়ার এবং আরবি প্রভাষক হাফেজ মাওলানা জালাল উদ্দিন। ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ উপদেশ মূলক বক্তব্য রাখেন আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি ও আরবি প্রভাষক হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আজিজুর রহমান। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।