ফায়ার সার্ভিসের ফুটবল টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

দেশের উন্নয়ন অগ্নি বীরদের স্মরনে ফায়ার সার্ভিসর আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার বিকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মাঠে এই উদ্বোধন করা হয়। প্রথমে বঙ্গবন্ধুকে স্মরনে এক মিনিট নীরবতা পালন ও পরে ফানুস উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল হালিম ।

বিশেষ অতিথি ছিলেন উপসহকারী পরিচালক এম ডি আব্দুল মালেক, আবদুর রাজ্জাক সহ ফায়ার সার্ভিসের সকল সদস্যরা। এই টূর্নামেন্ট সার্বিক সহযোগিতায় ছিলেন ফায়ার সার্ভিস আগ্রাবাদ এর সিনিয়র ষ্টেশন অফিসার ইনচার্জ খান খলিলুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন আর আমাদের অগ্নিবীরদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে মোট ছয়টি টীম অংশ গ্রহণ করে। এসব টীমের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল যুব সংঘ, পদ্ধা সেতু যুব সংঘ, মেট্রোরেল যুব সংঘ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুব সংঘ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যুব সংঘ, বিমান বন্দর তৃতীয় টার্মিনাল যুব সংঘ। তিনি বলেন আমরা সব উন্নয়ন কাজের নাম দিয়ে সাজিয়েছি টীমগুলো।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চট্টগ্রাম জেলা দলের কোচ-ম্যানেজার মিঠু এবং নিশান
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সাকিবের বক্তব্যের সঙ্গে একমত নয় বিসিবি