ফানি!

অনিন্দ্য বড়ুয়া | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নন্দলালের বন্ধ খাতায়
নাক গলিয়ে দেখি-
এ কী!
তার নাকি হয়
বাঘের সাথে কথা!
যথা-
এ’অঞ্চলে মারলে হরিণ
ভাগ পাবে সে কত
চিতা কেন সমান দেবে
মেছোবাঘের মত
শেয়াল কেন মুরগি পেলে
আগে দিত কম
অজগরের ছানা কেন
মাকে ডাকে মম–
এমন এমন তথ্যে ভরা
নন্দলালের খাতা!
প্রথম দেখায় চোখ কুঁচকে
বলেও ফেলি তাকে-
‘পাগলামি সব–যা তা!
কী লিখেছিস ছাতা?’
একটু পরেই ভাবি আবার
এসব মিথ্যে হলে
কী খেয়ে সে বাঁচে?
একদিনও তো দেখলাম না
বইতে তাকে থলে!
রান্নাঘরের জানলা পথে
রোজই ছড়ায়
মসলা মসলা ঘ্রাণ
এই কারণেই তবে!
আজগুবি এই পৃথিবীতে
অবাক করা অনেক অনেক
কাণ্ড ঘটে জানি
তাই বলে কি আপন চক্ষে
এটাও দেখতে হবে-
ভোদাই মার্কা অপদার্থ
নন্দলালের ঘরে
গভীর রাতে বাঘে চিতায়
মাংস দিচ্ছে আনি!
ফানি! ফানি! ফানি!

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত
পরবর্তী নিবন্ধটেরীবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির মিলাদুন্নবী (সা.) মাহফিল