কদম মোবারক শাহী জামে মসজিদে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউসিয়া শরীফ ও উরসে গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রা.) মাহফিল গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ইমাম শেরে বাংলা সুন্নী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শাহসূফি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল কাদেরী (মা.জি.আ.) সভাপতির বক্তব্যে বলেন, প্রিয় রাসূল (দ.) এর প্রতি মুহব্বত ও তা’যীম ঈমানের রুকনের অন্তর্ভুক্ত। আর তাঁর পুতঃপবিত্র মহান সত্তার সাথে যা কিছুই সম্পর্কিত ঐসবের প্রতি মুহাব্বত ও সম্মান করা।
এসময় উপস্থিত ছিলেন ইমাম শেরে বাংলা সুন্নী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খাদেম মাওলানা মুহাম্মদ আবু মুছা কাদেরী, হাজী মাওলানা সৈয়দ মিঞা মোহাম্মদ লোকমানুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ শাহীন আলম রেজা কাদেরী প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











