ফাগুনের আগুনে

ডালিয়া নাহার | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

একুশের আবেগে থরে থরে ফোটে রক্তগোলাপ

মাতৃভাষা চেতনায় উদ্দীপনা হৃদয় থেকে হৃদয়ে

ফাগুনের এমনি এক দুরন্ত অগ্নিঝরা দিনে।

রক্তচক্ষু উপেক্ষার মিছিল সম্মুখে এগোয়

চিত্ত তাদের নির্ভীক ছিল সংকল্প দৃঢ়

বজ্রকন্ঠ শপথ ঊর্ধ্বপানে মুষ্ঠিবদ্ধ।

আচানক রাঙিয়ে দিয়ে যায় রাজপথ

ফিনকি দেয়া রক্তে ঘাতক বুলেট।

নিঃশঙ্ক পাখিরা আকাশে ডানা মেলে

থোকায় থোকায় পলাশ শিমুলের ডালে

শহীদ বরকত রফিকের স্বপ্ন ওড়ে।

মহাকাল থেকে ঝরে অশ্রুধারা

রক্তফোটা অবিরাম চুঁইয়ে পড়ে

গোটা অক্ষরে যায় বলে

অ আ ম মা

আজও স্মরি অশ্রুজলে প্রভাতফেরির গান

সারা বিশ্বে দিয়েছে মাতৃভাষার সম্মান

সালাম জব্বার আরও অনেকের নাম

বেঁচে আছে তারা থাকবে ভাষায়

এ দেশের অত্যুত্তম সূর্যসন্তান।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধশুদ্ধ বাংলা চর্চা করি, একুশের মর্যাদাকে সমুন্নত করি