ফাগুনে

আহবাব সুলাইমান (৩০,০৯৮) | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রকৃতিতে ফাগুন এলো
দখিন হাওয়া বেশ,
পাখির গানে মুখরিত
ফুলেল পরিবেশ।

ডালে ডালে হলুদিয়া
কাঠ শালিকের গান,
কৃষ্ণচূড়ার ডালে ডালে
কোকিলের কলতান।

মাধবীলতা, বকুল, জুঁই
পলাশ, শিমুল, টগর,
হরেক রকম ফুলের মেলায়
স্নিগ্ধ এ নগর।

পূর্ববর্তী নিবন্ধপারুল গরুর ভোমলা বাছুর
পরবর্তী নিবন্ধমিষ্টি মেয়ে