প্রকৃতিতে ফাগুন এলো
দখিন হাওয়া বেশ,
পাখির গানে মুখরিত
ফুলেল পরিবেশ।
ডালে ডালে হলুদিয়া
কাঠ শালিকের গান,
কৃষ্ণচূড়ার ডালে ডালে
কোকিলের কলতান।
মাধবীলতা, বকুল, জুঁই
পলাশ, শিমুল, টগর,
হরেক রকম ফুলের মেলায়
স্নিগ্ধ এ নগর।
আহবাব সুলাইমান (৩০,০৯৮) | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ