ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশনের সেমিনার

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন ও কীস্টোন ইনস্টিটিউট ইন্ডিয়ার যৌথ উদ্যোগে গতকাল নগরীর রেডিসন ব্লু হোটেলে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মো. জাফর আলমের সভাপতিত্বে ও মাহাবুবুল হক খানের সঞ্চালনায় The Welfare of All of Us : A Community Exploration of Disability and Inclusion শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাহেনা আক্তার, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন প্রফেসর ড. মো. গোলাম রাব্বানী, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। কীনোট স্পীকার ছিলেনকীস্টোন ইনস্টিটিউট ইন্ডিয়ার পরিচালক এলিজাবেথ বেটসি নিউভেল, অন্যান্য স্পীকার ছিলেন, অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক ইন্দ্রানী বাসু, কীস্টোন ইনস্টিটিউট ইন্ডিয়ার এসোসিয়েট ফ্যাকাল্টি ড. মনীষা ভট্টাচার্য, রঞ্জনা চক্রবর্তী, ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশনের জেনারেল সেক্রেটারী ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল এডুকেটর চন্দ্রানী চক্রবর্তী।

কীস্টোন ইন্সটিটিউট ইন্ডিয়া সোশ্যাল রোল ভেলোরাইজেশন নিয়ে ভারতে দীর্ঘদিন কাজ করার পর এখন ঢাকা হয়ে চট্টগ্রাম চ্যাপ্টার শুরু করে। প্রয়াস, আশার আলো, সোয়াকরাঙ্গমাটি, অরুনোদয়কক্সবাজার প্রমুখ বিশেষায়িত স্কুল, ফ্রোবেল প্লে স্কুল, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়কলেজ, এশিয়ান ওম্যান ইউনিভাসির্টি সহ নানা শ্রেণির পেশার প্রতিনিধি উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে ফ্রোবেল একাডেমির পরিচালক হাওরা তেহসিন জোহাইর, প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের উপসচিব ইয়াহিয়া সিদ্দীক মোহাম্মদ বাবলু, স্পেকট্রা স্কুলের অধ্যক্ষ রেহানা রিফাত চৌধুরী, কোঅর্ডিনেটর নাসিমা রহমান চৌধুরী, কীস্টোন ইনস্টিটিউট ইন্ডিয়া হতে গ্রাজুয়েশন প্রাপ্ত ঋঅজঊ এর প্রতিনিধি প্রফেসর মুহাম্মদ আবুল হোছাইন, রিজওয়ানা দারাইন ও খলিলুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইসপ্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম জেলার সমাজেসেবার কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল পাশা ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের অধ্যাপক তাওহিদা জাহান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশে সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন : হুইপ সামশুল
পরবর্তী নিবন্ধচবি প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়