ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশনের কর্মশালা

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে স্পেকট্রা স্কুল অডিটোরিয়ামে ‘ইম্প্রোভিং কমিউনিকেশন অ্যান্ড ইউজ অফ শিডিউল ইন রিডিউসিং চ্যালেঞ্জিং বিহেভিয়রস’ শীর্ষক এক কর্মশালা গতকাল অনষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবুল হক খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ ও প্রয়াস স্কুলের অধ্যক্ষ লে. কর্ণেল মাহাবুব মোরশেদ। রিসোর্স পার্সন ছিলেন ওয়েস্ট বেঙ্গল অটিজম সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ইন্দ্রানি বাসু, স্পেশাল এডুকেটর চন্দ্রানি চক্রবর্তী। কর্মশালা পরিচালনা ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল হোছাইন। চট্টগ্রামের বিভিন্ন বিশেষায়িত স্কুল প্রয়াস, আশার আলো, ফ্রোবেল প্লে স্কুল, ড্রিমস্টার, দীপালয়, মাতৃস্নেহ, প্রেরণা অটিস্টিক স্কুল, ব্লুম চট্টগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি মহল জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
পরবর্তী নিবন্ধভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট আবেদন