ফাইনালে শ্রীলংকার কাছে হারলো মেয়েরা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

নারী অনূর্ধ্ব১৯ টিটোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে চার ম্যাচের সবগুলোতে জিতলেও, ফাইনালের মঞ্চে শ্রীলংকার কাছে ৩৬ রানে হেরে গেছে বাংলাদেশ। গতকাল কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৬ বলে ১০৪ রানের সূচনা পায় শ্রীলংকা। দুই ওপেনার নেথমি পূর্ণা সেনারথনা ৬৬ এবং দেউমি উইজেরথনে ৪৯ রান করেন। দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান করে শ্রীলংকা। বাংলাদেশের রাবেয়া, নিশিতা আকতার নিশি ও জান্নাতুল মাওয়া ১টি করে উইকেট নেন। ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ষষ্ঠ ওভারে ২৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতার পর পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ২০ ওভারে ৮ উইকেটে ১১২ রান করে হারের লজ্জা পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন আরবিন তানি। শ্রীলংকার দেউমি ১৩ রানে ৩ উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধএনএইচটি হোল্ডিং স্পোর্টস কার্নিভাল ফুটসালে এনজিএইচএস-২০০১ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিসিএল উইন্টার ফেস্ট পুলে মুন্তাসির চ্যাম্পিয়ন