ফাইনালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের ফাইনালে উঠেছে নাসিরাবাদ সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১ উইকেটে সানশাইন গ্রামার স্কুলকে পরাজিত করে। টসে জিতে নাসিরাবাদ প্রথমে ব্যাট করতে পাঠায় সানশাইনকে। সানশাইন ৩২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের হয়ে জুনাইদ হোসেন সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া অধিনায়ক ওবায়দুর রহমান ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। বাকিদের কেউ দ্বি-অংকের ঘরে যেতে পারেননি। নাসিরাবাদের দেবজয় চৌধুরী,আফফান মাহবুব এবং ইমন মুন্সী প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান জুয়েল ত্রিপুরা,তাফসিদুল আলম এবং রিশাত সালমান। লক্ষ্যে পৌঁছতে নাসিরাবাদকেও ধুঁকতে হয়। খেলা এগুনোর সাথে সাথে তারাও উইকেট হারাতে থাকে। ৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নাসিরাবাদ। তবে মাহির ইসলাম ও রিশাত সালমান দলকে জয়ে পৌঁছে দেন। এর আগে জুয়েল ত্রিপুরা ২৫ এবং আশরাফুল আলী ১৫ রান করেন। মাহির ইসলাম অপরাজিত থাকেন ১৫ রান করে। রিশাত অপরাজিত থাকেন ৬ রান করে। অতিরিক্ত থেকে তাদের ইনিংসে যোগ হয় ২৫ রান। ৩০ ওভার ৪ বল খেলে সানশাইন ৯ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে নেয়।
সানশাইন গ্রামার স্কুলের ওবায়দুর রহমান ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান আবদুল্লাহ হানিফ এবং আশরাফুল সম্রাট। ১টি করে উইকেট নেন সাদমান খালেদ এবং এফ এইচ অহন।
আজ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে একাডেমি ল্যাবরেটরি স্কুল এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় পরস্পরের মুখোমুখি হবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ৯৯ এবং ১৯৯ রানে আউট টেস্ট ক্রিকেটে ম্যাথিউসই প্রথম
পরবর্তী নিবন্ধমাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন আজ