ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এবার নারীদের পালা এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে শিরোপা জয়ে আনন্দকে দ্বিগুন করার। অনূর্ধ্ব১৯ নারী এশিয়া কাপ টিটোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। ছয় দলকে নিয়ে গত ১৫ ডিসেম্বর মালয়েশিয়ার মাটিতে শুরু হয় নারী অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের প্রথম আসর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৮ রানের জয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। সুপার ফোরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। এদিকে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের প্রথম আসরের শিরোপা জিততে চায় বাংলাদেশ নারী দল। শিরোপা জয়ের জন্য ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক সুমাইয়া আকতার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় সুমাইয়া বলেন, ‘প্রথম আসরের ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন। নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। আমরা সবাই চেষ্টা করবো সর্বোচ্চটা দেবার।’ ভারতের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং বলে মনে করেন সুমাইয়া। তারপরও ফাইনালে ভালো সাফল্যের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। সুমাইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা সহজভাবে নিচ্ছি। ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’ ফাইনালে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ আছে বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে আরও উন্নতির কথা বললেন সুমাইয়া। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনআপে অনেক ভালো খেলোয়াড় আছে, তারা সবসময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কিছু সময় হয় আবার কিছু সময় হয় না। ফাইনালে চেষ্টা করবো আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করার। চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার।’ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টারদের কথাও স্মরণ করলেন সুমাইয়া, ‘মালেয়শিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টাররা আমাদের অনেক বেশি উৎসাহিত করছে ও অনুপ্রেরণা দিচ্ছে। আমরা চাইবো ফাইনালে ভালো কিছু উপহার দিতে। আমাদের দল ও কোচিং স্টাফরা যেভাবে সহায়তা করছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধযুব এশিয়া কাপ বিজয়ীদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির