ফাইনালের জন্য খেলা জমিয়ে রেখেছেন কোহলি !

স্পোর্টস ডেস্ক

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

আইপিএলে দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু টিটোয়েন্টি বিশ্বকাপে গিয়ে একেবারেই নিষ্প্রভ। বিশ্বকাপে যেন খুঁজে পাওয়া যাচ্ছেনা কোহলিকে। সবশেষ সেমিফাইনালেও ফিরলেন ব্যর্থ হয়ে। চলতি টিটোয়েন্টি বিশ্বকাপে কোহলি যেন ব্যাটিং ভুলে গেছে। সাত ম্যাচে পার্থক্য গড়ার মতো একটি ইনিংসও খেলতে পারেননি তিনি। বিশ্বমঞ্চে তিনি বরাবর সফল হলেও এবারের চিত্র ভিন্ন। তার ওপর অবশ্য আস্থার কমতি নেই রোহিত শার্মার। ভারতীয় অধিনায়কের আশা, ফাইনাল ম্যাচেই হয়তো সেরাটা পাওয়া যাবে কোহলির। ব্যাট হাতে সাফল্যে ভরা আইপিএল কাটিয়ে এবারের বিশ্বকাপ খেলতে এসেছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ইনিংসে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৭৪১ রান করেন তিনি। স্ট্রাইক রেট (১৫৪.৬৯) আর গড়ও (৬১.৫০) ছিল দুর্দান্ত। টুর্নামেন্টে বেঙ্গালুরুর ঘুরে দাঁড়ানোর গল্পে কোহলিই ছিলেন বড় নায়ক। সেই ছন্দ বিশ্বকাপে টেনে আনতে পারেননি ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। এর আগের টিটোয়েন্টি বিশ্বকাপগুলোতে সবসময়ই অসাধারণ পারফর্ম করা কোহলি এবার পুরোপুরি ভিন্ন চেহারায়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বলে ৯ রান করে ফেরেন তিনি। আগের ৬ ইনিংসে আরও চারবার তিনি থামেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ ইনিংসে ১০.৭১ গড় ও ১০০ স্ট্রাইক রেটে কোহলির সংগ্রহ মাত্র ৭৫ রান। অথচ গত বিশ্বকাপে শুধু শেষ দুই ইনিংসেই তিনি করেছিলেন ৭৬ রান। বাংলাদেশের বিপক্ষে ১ চার ও ৩ ছক্কায় তার ২৮ বলে ৩৭ রান তার এবারের সেরা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে শুধু ছুঁতে পারেন দুই অঙ্ক। করেছেন ২৪ বলে ২৪ রান। অথচ এবারের আগে টিটোয়েন্টির বিশ্ব আসরে কোহলির পরিসংখ্যান ছিল অবিশ্বাস্য। ২৫ ইনিংসে ব্যাট করতে নেমে ১৪টিতেই পঞ্চাশ স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে ৮১.৫০ গড়ে তিনি করেন ১ হাজার ১৪১ রান। মেলবোর্নে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২, মোহালিতে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২ রানে স্মরণীয় ইনিংসসহ নিয়মিতই দাপুটে ইনিংস খেলেছেন তিনি। আগের চার বিশ্বকাপে দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হন মাত্র দুবার। এবার সাত ইনিংসেই পাঁচবার থেমেছেন দশ রানের আগে। এর ধাক্কা লেগেছে সামগ্রিক পরিসংখ্যানেও। গড় কমে হয়েছে ৫৭.৯০। তবু টুর্নামেন্টে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তার গড়ই পঞ্চাশের বেশি। আর কেউ ৪৫ও ছুঁতে পারেননি। কোহলির সামর্থ্য বা চেষ্টা নিয়ে তাই রোহিতের কোনো সংশয় নেই। সেমিফাইনাল জেতার পর তিনি বলেন, এখন পর্যন্ত ব্যর্থতায় ঘেরা বিশ্বকাপের শেষটাই হয়তো সাফল্যে রাঙাবেন ভারতের অনেক সাফল্যের এই নায়ক। রোহিত বলেন দেখুন সে একজন উঁচু মানের ক্রিকেটার। যেকোনো সময় এই অবস্থার মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। তার ব্যাটিংয়ে তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধত্রিনিদাদ বিমানবন্দরে ৬ ঘণ্টা আটকা পড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে ক্রিকেটাররা