ফাইনালের জন্য অপেক্ষায় সাকিব-লিটনের গল টাইটান্স

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫৩ পূর্বাহ্ণ

আগের ম্যাচে জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল সাকিবের দল গল টাইটান্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সাকিবলিটনের গল হেরে গেছে ডাম্বুলার কাছে। ফলে ফাইনালে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে গল কে। কারণ এলিমিনেটর পর্বে জয়ী দলের সাথে খেলার সুযোগ রয়েছে সাকিবের দলের। গতকাল প্রথম কোয়ালিফায়ারে গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ডাম্বুলা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার রাতে গল শেষ বলে অল আউট হয় ১৪৬ রানে। ডাম্বুলা লক্ষ্য ছুঁয়ে ফেলে ২ বল বাকি থাকতে। আগের ম্যাচে এলপিএল অভিষেকে ১ রান করা লিটন এবারও যেতে পারেননি দুই অঙ্কে। ৭ বলে একটি চারের সাহায্যে এই ম্যাচে করেন ৮ রান। সাকিব ১৭ বলে ৩টি চারের সাহায্যে করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। বোলিংয়ে ৪ ওভারে ২৩ রানে একটি উইকেট নেন বাংলাদেশের অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করতে নামা গলের পক্ষে তিন নম্বরে ব্যাট করতে নামনে লিটন। চতুর্থ ওভারে বাঁহাতি পেসার হেইডেন কারকে তুলে মারতে গিয়ে ফিরেন ৮ রান করে। এরপরই উইকেটে গিয়ে সাকিব ভালই খেলছিলেন। দশম ওভারে স্পিনার ধনাঞ্জয়াকে সুইপ করতে গিয়ে ফিরেন সাকিব ১৯ রান করে। এরপর গলকে একাই টানেন লাসিথ ক্রসপুল। ইনিংসের শুরুতে নেমে শেষ ওভারে রান আউট হওয়া এই ব্যাটসম্যান ৬১ বলে ৭ টি চারের সাহায্যে করেন ৮০ রান। ১৪৭ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলে ফেলে ডাম্বুলা। চতুর্থ ওভারে আক্রমণে এসে শুরুর জুটি ভাঙেন সাকিব। আভিশকা ফার্নান্দোকে ফেরান সাকিব। নিজের দ্বিতীয় ওভারে দেন ৮ রান। সাদিরা সামারাবিক্রমা ১৫ বলে ১৩ রান করে বিদায় নিলে ৬৪ রানে ২ উইকেট হারানোর পর ডাম্বুলাকে টানেন কুসাল মেন্ডিস ও কুসাল পেরেরা। শেষ তিন ওভারে ডাম্বুলার দরকার পড়ে ২৫ রান। অষ্টাদশ ওভারে তাবরাইজ শামসির ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা ও চার মেরে ব্যবধান কমান পেরেরা। পঞ্চম বলে মেন্ডিস আউট হয়ে যান ৪৫ বলে ৪৯ রান করে। পরের ওভারে কাসুন রাজিথাকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন পেরেরা। শেষ ওভারে ১ রানের দরকার ছিল ডাম্বুলার। দাসুন শানাকার প্রথম বলে আউট হয়ে যান ৪৯ বলে ৫৩ রান করা পেরেরা। পরের দুই বলে কোনো রান না এলে খানিকটা উত্তেজনা ছড়ায় ম্যাচে। অবশ্য চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন অ্যালেক্স রস। আগামীকাল শনিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে সাকিবলিটনের দল।

পূর্ববর্তী নিবন্ধএএফসি কাপ বাছাইয়ে আবাহনীর প্রতিপক্ষ মোহন বাগান
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু