ফাইনালের কথাই ভাবছেন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার যুবাদের ফুটবল টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। স্বপ্ন পূরণের পথে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছেন তানভিররা। প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তানভির হোসেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও জয় পেয়েছে ২-১ গোলে। এই জয়টা বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন তানভির। কারণ টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ভারত। আর তাই এই টুর্নামেন্টের সবচাইতে বেশিবার চ্যাম্পিয়ন।
এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জানান ভারতের বিপক্ষে জয়ের পর দলের সকলেই বেশ আত্মবিশ্বাসী। এক ভিডিও বার্তায় তানভির জানিয়েছেন সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যেভাবে আমরা আসর শুরু করতে চেয়েছিলাম সেভাবেই করতে পেরেছি। আমাদের পরিকল্পনাই ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। প্রথম দুই ম্যাচ শেষে অন্তত তেমনটাই করতে পেরেছি। শুরুর দুই ম্যাচেই আমরা জয় নিয়ে এগিয়ে গেছি। দুই ম্যাচে জয়ের ফলে আমাদের কাছে এখন ছয় পয়েন্ট রয়েছে। পরের ম্যাচে জয় পেলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। আশা করছি আগামী ম্যাচে আমরা জয় দিয়ে ফাইনালে উঠতে পারবো। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। তারাও বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তবে বাংলাদেশ যে নীতিতে এগুচ্ছে সে নীতিতে এগিয়ে গেলে এই ম্যাচেও জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা নয়। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল সকালে টিম মিটিং ও পরবর্তীতে রিকভারি সেশন সম্পন্ন করে। এছাড়া ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত ক্যাপিটাল প্র্যাকটিস গ্রাউন্ডে নিজেদের অনুশীলন সম্পন্ন করে। আগের দিন ম্যাচ খেললেও গতকাল অনুশীলনে ছিল সবাই বেশ সিরিয়াস। যদিও ক্লন্তি ছিল সবার মাঝে। তবে দলের জয়ের আনন্দে সে সব যেন কোথায় হারিয়ে গেছে। দলের মধ্যে যে গতি এসেছে, যে আত্নবিশ্বাস এসেছে সেটাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। কোন ম্যাচে কোন প্রতিপক্ষ সেটা নিয়ে ভাবতে চায়না বাংলাদেশ। তাদের ভাবনা একটাই। আর সেটা হচ্ছে ম্যাচটা জেতা। কারন শিরোপা জিততে হলে প্রতিটা ম্যাচ থেকেই আত্মবিশ্বাস নিয়ে যেতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করা পিয়াস আহমেদ নোভা সামনের ম্যাচগুলোতেও গোল পেতে চান। দলের জণ্য কিছু করতেই যেন সবাই মরিয়া হয়ে খেলছে। সবাই মিলে কারি কাজ হারি জিতি নাহি লাজ সে নীতিতেই যেন এগুচ্ছে বাংলাদেশের তরুনরা। এখন বাংলাদেশ দলের লক্ষ্য ফাইনাল হলেও মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকেই আপাতত নিশানা করেছে বাংলাদেশ দল। কারণ এই মাচ জিতলেই যে ফাইনালেল টিকিট পাওয়া হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি ওয়ানডে একাদশের ক্যাপ মুশফিকের মাথায়
পরবর্তী নিবন্ধশতভাগ দেওয়ার চেষ্টা করবেন আফিফ