আইপিএলের ফাইনালের আশা জিইয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। সবচাইতে বেশি পাঁচবার শিরোপা জেতা মুম্বাইকে অবশ্য ফাইনালে যেতে হলে হারাতে হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। তবে ফাইনালের আশা জিইয়ে রাখতে গতকাল জয় দরকার ছিল মুম্বাইয়ের। লকনৌকে ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সে রাস্তা তৈরি করে রেখেছে মুম্বাই। টসে জিতে ব্যাট করতে নামা মুম্বাই ভালো শুরু না পেলেও নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের বড় স্কোর গড়ে। দলের এই স্কোরে সবচাইতে বড় অবদান ২০ বলে ৪১ রান করা ক্যামেরন গ্রীনের। এছাড়া ইশান কিশান ১৫, রোহিত শর্মা ১১, সুরিয়া কুমার যাদব ৩৩, তিলক ভার্মা ২৬, নেহাল করেন ১২ বলে ২৩ রান। লকনৌ সুপার জায়ান্টের পক্ষে ৪ টি উইকেট নিয়েছেন নাভিন উল হক।
জবাবে ব্যাট করতে নামা লকনৌ সুপার জায়ান্ট শুরুতেই উইকেট হারায়। ১২ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্রুনাল পান্ডিয়ার দল। মাঝখানে মার্কাস স্টয়নিস কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তার ২৭ বলে ৪০ রানের ইনিংস কোন কাজে আসেনি।