ফাইনালের আগে ‘শান্ত’ মেসি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

সাফল্যমন্ডিত ক্যারিয়ারে অনেক ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। এসব ম্যাচের প্রবল চাপ সামলে জিতেছেন অনেক শিরোপা। বিশেষ করে কাতারে বিশ্বকাপ জেতার পর এখন আর তাকে স্পর্শ করছে না স্নায়ুচাপ। কোপা আমেরিকার আরেকটা ফাইনালের আগে আর্জেন্টিনার মহাতারকা বলেছেন, এখন কেবল প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে তেমন কোনো চাপই নিচ্ছেন না মেসি। ফক্স স্পোর্টসকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেন, পুরোপুরি শান্ত আছেন তিনি। ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি।’‘আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি, তাড়াহুড়া একদমই করছি না। কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করব।’ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আছে দুর্দান্ত ছন্দে। নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে তারা ২৩ বছর পর। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় তারা হারিয়েছে ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী দলকে। ফাইনালের আগে কলম্বিয়ার প্রশংসা করেছেন মেসিও। হামেস রদ্রিগেস, লুইস দিয়াসদের নিয়ে গড়া দলটিকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি। ‘আমরা উরুগুয়েকলম্বিয়া ম্যাচ দেখেছি। আমরা জানতাম, দুই দলই কঠিন প্রতিপক্ষ হবে। কিছু কারণে কলম্বিয়া দীর্ঘদিন ধরে হারেনি, তাদের ভালো খেলোয়াড় আছে, খুব তীব্রতা নিয়ে খেলে, তাদের দ্রুত ও গতিশীল ফুটবলার আছে।’ আট বার ব্যালন দ’র জেতা মেসির মতে, কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে কেউই ফেভারিট নয়। ‘এটা ফাইনাল। ফাইনাল সব সময়ই ভিন্ন ধরনের খেলা। পুরো আসরের মতোই আমরা ভালো অবস্থায় আছি।’

পূর্ববর্তী নিবন্ধএন্ডারসনের বিদায়কে জয় দিয়ে স্মরণীয় করে রাখলো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধপুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু