ফাইতংয়ে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ at ১২:১১ পূর্বাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামা ফাইতং ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত এলাকায় ডাকাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটিচ্ছে স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৬ মার্চ) গভীর রাতে এলাকায় ডাকাত ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে মসজিদ থেকে মাইকিং করা হয়। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে কিছু বাসিন্দা স্থানীয় মসজিদে গিয়ে সতর্কবার্তা প্রচারের জন্য মাইকিং করেন। মসজিদের ঘোষণা শুনে গ্রামবাসীরা লাঠিসোঁটা হাতে বাড়ির বাইরে অবস্থান নেয়।

অনেকেই দলবদ্ধ হয়ে পাহারা দিতে শুরু করেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, রাতভর ঘুমাতে পারিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে আতঙ্কে ছিলাম। কখন কী হয় বলা যায় না। ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) বলেন, এলাকায় ফাইতং পুলিশ ফাঁড়ি মোবাইল টুম আরও টহল বাড়ানো দরকার। আমরা নিজেরাই পালাক্রমে পাহারা দিচ্ছি, কিন্তু প্রশাসনের আরও ভূমিকা দরকার।

এদিকে সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং নিয়মিত পুলিশ, সেনাবাহিনী টহল দেওয়া হবে। যাতে ভবিষ্যতে এমন আতঙ্ক আর না ছড়ায়।

ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদ মাহমুদ জানান, আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি। যদি কোনো অপরাধী চক্র সক্রিয় থাকে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আতঙ্কের কারণে পুরো রাত নির্ঘুম কাটিয়েছে ফাইতং ইউনিয়নের গ্রামবাসী।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও স্থানীয়দের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি। তিনি আরও বলেন, আমরা প্রশাসনিকভাবে যথেষ্ট তৎপর রয়েছি এবং বিভিন্ন স্থানে আমাদের মোবাইল টিম রয়েছে। এলাকা ভিত্তিক গ্রামবাসীদের মাধ্যমে পাহারার ব্যবস্থা করেছি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধকড়া নিরাপত্তায় বান্দরবান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক কারাগারে