করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতকে ফের স্বাভাবিক রূপে ফেরাতে প্রযোজন পর্যাপ্ত পরিমাণে কোভিড-১৯ টিকা। সম্প্রতি ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ করা টিকার পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় সামান্য। তবে সেটাই শেষ কথা নয়। চলতি বছরের শেষে ভারত হাতে পাবে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। করোনাভাইরাসের ভারতীয় ধরনের (বি.১.৬১৭) বিরুদ্ধে ‘দারুণ কার্যকর’ ফাইজারের তৈরি টিকা। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্প্রতি ভারত সরকারকে এ কথাই জানিয়েছে। এছাড়া করোনাভাইরাসের এই নতুন ধরনই বা ডেল্টা ভ্যারিয়েন্টই ভারতে মহামারির এতোটা অবনতির জন্য দায়ী বলে মত বিশেষজ্ঞদের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সংস্থা ফাইজার ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে- ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়ার জন্য তাদের তৈরি টিকা উপযুক্ত। এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক মাস সংরক্ষণ করা সম্ভব বলেও জানানো হয়েছে। এবার সেই টিকা অল্প মূল্যে ভারতে পাঠানোর সব রকম ব্যবস্থা বাইডেন প্রশাসন করতে চলেছে বলে দাবি ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর। তার ভাষায়, ‘ফাইজারের ৫০ কোটি ডোজ ভারতের জন্য আসছে। যার মধ্যে চলতি শেষের দিকে ২০ কোটি এবং আগামী বছরের শুরুতেই ৩০ কোটি ডোজ হাতে পাবে ভারত।’