নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার পর গ্রেপ্তার পাঁচ মাদককারবারির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাদককারবারি মোহাম্মদ হানিফ, মহিউদ্দিন শরীফ, ইয়াসিন হিজড়া, রেজাউল করিম ও মোহাম্মদ হৃদয়। তাদের আদালতের কাছে সোপর্দ করে প্রত্যেকের বিরুদ্ধে সাতদিন করে রিমান্ড চাওয়া হলে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৯ নভেম্বর কালুরঘাট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হানিফ ও মহিউদ্দিন শরীফকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে অনুসারীরা সেখানে জড়ো হয়ে হানিফ ও শরীফকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় নাজমা আক্তার নামে হানিফের বোন গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হন। পরে আহত নারীকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় কালুরঘাট পুলিশ ফাঁড়ির এসআই শরীফ রোকনুজ্জামান বাদী হয়ে হানিফ, শরীফসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২১০ জনকে আসামি করে চাদগাঁও থানায় একটি মামলা করেন। পাশাপাশি ইয়াবা উদ্ধারের ঘটনায় হানিফ ও শরীফকে আসামি করে পৃথক আরো একটি মামলা দায়ের করা হয়।