ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে অপহরণ ৩ যুবকের জন্য মুক্তিপণ দাবি

রোহিঙ্গা ক্যাম্প

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

কঙবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাজারে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম। অপহৃত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ কালু (৪০)। তিনি হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার বাসিন্দা। খবর বিডিনিউজের।

এর আগে বুধবার টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল এলাকার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে নিখোঁজ হন তিন রোহিঙ্গা যুবক। যাদের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানিয়েছেন ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) মো. আজিজুল হক।

ব্যবসায়ী অপহরণের ঘটনা সম্পর্কে মোহাম্মদ আলম বলেন, ‘মুখোশধারী সন্ত্রাসীরা কালুকে জোর করে ধরে পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহরণ করার সময় আশপাশের লোকজনকে ছত্রভঙ্গ করতে ও ভয় দেখাতে তারা ফাঁকা গুলি ছোড়ে।’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ১৬ এপিবিএন পুলিশ। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি। হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলীখালি রফিক নামে বার্মাইয়া ডাকাত গ্রুপ ও ডাকাত ছালে গ্রুপের সদস্যরা হয়ত এ ব্যবসায়ীকে অপহরণ করেছে। তবে কোনোকিছুই নিশ্চিত নয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ১০টি ভেন্টিলেটর-আইসিইউ বেড পেল চমেক হাসপাতাল
পরবর্তী নিবন্ধসিএনজি টেক্সির সঙ্গে সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল বাইক চালকের