ফসল রক্ষার নামে পাখি নিধন : হুমকির মুখে জীববৈচিত্র্য

শরীফ হাসান | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

অনেক কৃষক ফসল রক্ষার নামে পাখি হত্যা করে। যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চিকন সুতার তৈরি জাল ব্যবহার করতে গিয়ে অসংখ্য পাখি আটকে পড়ে প্রাণ হারাচ্ছে। এসব পাখি প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে তাদের মৃত্যু দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনকেও ক্ষতিগ্রস্ত করবে। প্রাণিসম্পদ বিভাগ যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে অচিরেই বহু প্রজাতির পাখি বিপন্ন হয়ে পড়বে। একই সঙ্গে কৃষি বিভাগও কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও বিকল্প পরিবেশবান্ধব পদ্ধতি প্রচারে এগিয়ে আসতে পারে। পরিবেশ রক্ষা ও টেকসই কৃষির স্বার্থে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক চাই
পরবর্তী নিবন্ধভালো মানুষ কখনো বদলায় না, শুধু ক্লান্ত হয়