ফসলি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

চন্দনাইশ ও হাটহাজারী

চন্দনাইশ ও হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ ও হাটহাজারীতে পৃথক অভিযানে ফসলি জমির মাটি কেটে পাচার করার দায়ে তিন ব্যক্তিকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। চন্দনাইশ প্রতিনিধি জানান, গত বুধবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভাধীন জামিজুরী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমির মাটি কেটে পাচার করার দায়ে মো. সাইফুদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি স্কেভেটর জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প, ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। আইনের ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকেও বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটার অপরাধে একটি এস্কেভেটর, বহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকা থেকে এসব জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অপরাধে জব্দকৃত ট্রাকের মালিকদের ১ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। অপরদিকে এস্কেভেটরের মালিক অনুপস্থিত থাকলেও পরবর্তীতে তাকেও জরিমানা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে
পরবর্তী নিবন্ধদেশে শনাক্ত কমে দুই মাসের সর্বনিম্ন