আনোয়ারায় ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মো. আবু তাহের নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন গত সোমবার রাত ১টায় উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন ভরাপুকুর পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন ভরাপুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আবু তাহেরকে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০’ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।












